Shawal 1446 || April 2025

উম্মে হাবীবা - বংশাল, ঢাকা

৬৬৯৫. Question

ওযু না থাকা অবস্থায় হ্যান্ডগ্লাভস পরে কুরআন মাজীদ ধরা যাবে?

 

Answer

না, ওযু না থাকা অবস্থায় হ্যান্ডগ্লাভস পরে মুসহাফ (কুরআন মাজীদের কপি) ধরা যাবে না কেননা ওযুবিহীন অবস্থায় শরীরে পরিহিত কোনো কাপড় দ্বারা মুসহাফ স্পর্শ করা জায়েয নয় গ্লাভস দ্বারা মুসহাফ ধরতে চাইলে সেটি হাত থেকে খুলে তা দ্বারা ধরতে পারবে

* >تبيين الحقائق< /১৬৬ : ولا يجوز لهم مس المصحف بالثياب التي يلبسونها؛ لأنها بمنزلة البدن.

আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়িখ, পৃ. ৪৭; আলহাবিল কুদসী ১/১১১; ফাতহুল কাদীর ১/১৪৯; আদ্দুররুল মুনতাকা ১/৪২; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৯৯

Read more Question/Answer of this issue