হুমাইরা - গোপালগঞ্জ
৬৬৯৪. Question
অনেক সময় বাচ্চাকে দুধ খাওয়ানোর সাথে সাথেই বমি করে দেয়। বমিকৃত ঐ দুধে কোনো দুর্গন্ধ পাওয়া যায় না। জানতে চাচ্ছি, ঐ বমি যদি কাপড়ে লাগে, তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে?
Answer
বাচ্চার গলার ভেতর দুধ যাওয়ার পর যদি সে সাথে সাথেও বমি করে দেয় আর তা মুখ ভরে হয়, তবে তা নাপাক গণ্য হবে। তা যদি হাতের তালুর গভীরতা পরিমাণের চেয়ে বেশি পরিমাণ শরীরে বা কাপড়ে লাগে, তাহলে তা ধুয়ে পাক করা জরুরি। নতুবা নামায সহীহ হবে না। অবশ্য যদি এ পরিমাণের চেয়ে কম লাগে, তাহলে নামায হয়ে যাবে।
আর যদি বমি মুখ ভরে না হয় কিংবা বাচ্চা যদি দুধ না গিলে মুখ থেকেই তা বের করে দেয়, তাহলে তা নাপাক গণ্য হবে না। অতএব তা না ধুয়ে নামায পড়লেও তা আদায় হয়ে যাবে।
* >الفتاوى التاتارخانية< ২/৩৫৭ : النسفية: سئل عن صبي رضيع ارتضع من أمه، ثم قاء، فأصاب ثياب الأم، قال: إن كان ملء فيه فهو نجس، فإذا زاد على قدر الدرهم منع جواز الصلاة، وإن كان أقل من ملء فيه فليس بنجس.
–আলজামিউস সাগীর, পৃ. ৭২; আলমাবসূত, সারাখসী ১/৭৫; আততাজনীস ওয়াল মাযীদ ১/২৭১; বাদায়েউস সানায়ে ১/১২৩; শরহুল মুনইয়া, পৃ. ১২৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ৪৯; রদ্দুল মুহতার ১/১৩৮