আবু বকর - সেনবাগ, নোয়াখালী
৬৬৯৩. Question
আমার আব্বু শখ করে একটি বিড়াল পালা শুরু করেন। দুই মাস আগে বিড়ালটি চারটি বাচ্চা দেয়। এগুলো এখন আমাদের ঘরেই থাকে। কিন্তু বাচ্চাগুলোর উৎপাত ঘরের লোকজনের সহ্যের বাইরে চলে গেছে। বিছানাপত্র, খাবার-দাবার কিছুই এখন এগুলোর অনিষ্টতা থেকে নিরাপদ নয়; বরং এগুলোর কারণে আমাদেরকে প্রতিবেশীদের কথাও শুনতে হচ্ছে। তারা বলছেন, এগুলো যেন মেরে ফেলা হয়।
জানার বিষয় হল, এমতাবস্থায় আমাদের জন্য বিড়ালগুলো মেরে ফেলার সুযোগ আছে কি? যদি থাকে তাহলে এর জন্য কোন্ পদ্ধতি অবলম্বন করতে হবে?
Answer
হাঁ, বিড়ালগুলো যদি মানুষের জন্য ক্ষতিকর ও অনিষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এগুলোকে মেরে ফেলা জায়েয হবে। তবে এক্ষেত্রে বিড়ালগুলোকে অতিরিক্ত কষ্ট দিয়ে মারবে না; বরং যেভাবে কষ্ট কম হয় সেভাবে মারতে হবে। এক্ষেত্রে ধারালো ছুরি ইত্যাদি দিয়ে জবাই করে দেওয়া যেতে পারে অথবা কম কষ্টকর কোনো ঔষধও ব্যবহার করা যেতে পারে।
* >المحيط البرهاني< ৮/৯৪ : الهرة إذا كانت موذية لا يضرب، ولا يعرك أذنها، ولكنها تذبح بالسكين الحاد.
–আলমুহীতুর রাযাবী ৫/৩৩; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩৭৫; ফাতাওয়া বায্যাযিয়া ৬/৩৭০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬১; রদ্দুল মুহতার ৬/৩৮৮