Ramadan 1446 || March 2025

সুহাইল - মালিবাগ

৬৬৯২. Question

আমাদের বাড়িতে তিন সপ্তাহ আগে জিইয়ে রেখে খাওয়ার জন্য ছোট সাইজের পাঁচ কেজি শোল মাছ কেনা হয়। পরে এগুলোকে একটি ড্রামের ভেতরে পানিতে জিইয়ে রাখা হয়। কয়েকদিন আগে আমাদের ঘরের একজন সদস্য বেখেয়ালীতে ড্রামের মুখ একেবারে আটকে দেয়, যার ফলে সবগুলো মাছ অক্সিজেনের অভাবে মারা যায়। এই মরা মাছগুলো খাওয়া হালাল হবে কি না এ নিয়ে আমরা সংশয়ে পড়ি। পরে তা ফ্রিজে রেখে দেওয়া হয়। মুহতারাম এখন আমাদেরকে এ বিষয়ে শরীয়তের সঠিক সমাধান জানিয়ে উপকৃত করবেন।

Answer

হাঁ, অক্সিজেনের অভাবে মৃত মাছগুলো খাওয়া জায়েয হবে। তা খেতে কোনো সমস্যা নেই। কেননা কোনো দুর্যোগ, আঘাত, অক্সিজেন-ঘাটতি, তীব্র উষ্ণতা, ঠান্ডা ইত্যাদি কোনো কারণ ছাড়া এমনিতেই যদি মাছ মরে যায়, তবে সেটি খাওয়া নিষেধ। কিন্তু কোনো কারণবশত মরে গেলে তা খাওয়া জায়েয আছে।

* >المجتبى شرح مختصر القدوري< ৫/৩৮ : ثم الأصل في السمك عندنا أنه إذا مات بآفة يحل كالمأخوذ، والميت بالحر أو البرد أو الانخناق تحت الجمد أو إبانة بعضه أو اصطياد غيره إياه ونحوها، وإذا مات من غير آفة لا يحل، كالطافي.

ফাতাওয়া খানিয়া ৩/৩৫৭; আলমুহীতুল বুরহানী ৮/৪৩৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৪৮৯; ফাতাওয়া হিন্দিয়া ৫/৪২৯; রদ্দুল মুহতার ৬/৩০৭

Read more Question/Answer of this issue