Ramadan 1446 || March 2025

মনীরুল ইসলাম - নোয়াখালী

৬৬৯১. Question

আমার আম্মার ওপর কুরবানী ওয়াজিব নয়। কেননা তার নেসাব পরিমাণ সম্পদ নেই। কিন্তু তার পরও তিনি একটি বিশেষ কারণে মান্নত করেছেন যে, এ বছর কুরবানী দেবেন।

জানার বিষয় হল, তার মান্নতের কুরবানীর জন্য কি আলাদা একটি ছাগল কিনতে হবে, নাকি আমরা ভাইয়েরা মিলে কুরবানীর জন্য যে গরু কিনব তাতে এক অংশ নেওয়ার দ্বারাও তাঁর মান্নত পুরা করা যাবে?

Answer

আপনার মায়ের উক্ত মান্নত আদায়ের জন্য আলাদা ছাগল কুরবানী করা জরুরি নয়। বরং কুরবানীর গরুর এক অংশ দ্বারাও তা আদায় করা যাবে। কুরবানীর গরুতে মান্নতের অংশ নেওয়াও জায়েয আছে।

তবে এক্ষেত্রে লক্ষণীয় যে, উক্ত মান্নতের অংশের গোশত আপনার আম্মা এবং আপনাদের জন্য খাওয়া জায়েয হবে না; বরং তা যথাযথভাবে মেপে পৃথক করে যাকাত গ্রহণের উপযুক্ত দরীদ্রদের মাঝে সদকা করে দিতে হবে।

আলমাবসূত, সারাখসী ৪/১৪৪, ১৪৭; খুলাসাতুল ফাতাওয়া ৪/৩২০; আলমুহীতুর রাযাবী ৬/৫৯, ৬৩; মাজমাউল আনহুর ৪/১৭০; রদ্দুল মুহতার ৬/৩২৬

Read more Question/Answer of this issue