Ramadan 1446 || March 2025

খালিদ হাসান - যশোর

৬৬৮৮. Question

আমার বাসায় মার্বেল পাথর লাগিয়ে দেওয়ার জন্য মিস্ত্রির সাথে এভাবে চুক্তি করেছি, তাকে প্রতি স্কয়ার ফিটে নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে। এরপর সে কাজ করতে গিয়ে একটা পাথর ভেঙে ফেলে। তার কাছে ক্ষতিপূরণ চাওয়া হলে সে দিতে অস্বীকৃতি জানায়। তার দাবি হল, এক্ষেত্রে তার কোনো ত্রুটি ছিল না। তাই সে এর জরিমানা দেবে না। কিন্তু মার্বেলটি তার হাতেই ভেঙেছে।

প্রশ্ন হল, এক্ষেত্রে শরীয়তের বিধান কী? মিস্ত্রি কি ক্ষতিপূরণ দিতে বাধ্য নয়?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি ঐ মিস্ত্রি থেকে তার হাতে ভাঙা পাথরটির ক্ষতিপূরণ নিতে পারবেন।

অবশ্য পাথরটি ভেঙে যাওয়ার পেছনে বাস্তবে যদি তার কোনো ত্রুটি না থাকে, তাহলে নৈতিকতার দাবি হল তার থেকে ক্ষতিপূরণ না নেওয়া।

* >مجلة الأحكام العدلية< (المادة ৬১১) : الأجير المشترك يضمن الضرر والخسائر التي تولدت عن فعله ووصفه، إن كان بتعديه وتقصيره أو لم يكن.

মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২১৪৫৭; আলমাবসূত, সারাখসী ১৬/২৪; বাদায়েউস সানায়ে ৪/৭৪; আলজাওহারাতুন নাইয়িরা ১/৩৪৫; আদ্দুররুল মুখতার ৬/৬৪

Read more Question/Answer of this issue