Ramadan 1446 || March 2025

আলমগীর - যশোর

৬৬৮৭. Question

আমার মুদি দোকান আছে। এলাকার এক কৃষক আমার থেকে বাকিতে পণ্য নেয়। একবার সে বিশ হাজার টাকা বাকি করে ফেলে। তার হাতে টাকা না থাকায় সে পরিশোধ করতে পারছিল না। এক পর্যায়ে ঐ টাকার বিনিময়ে আমি তার থেকে এভাবে ধান কেনার চুক্তি করি যে, তিনমাস পর এ মৌসুমের ধান উঠলে সে আমাকে বিশ মন আটাশ জাতের ধান দিবে। এতে সে সম্মতি জানায়।

প্রশ্ন হল, তার থেকে এভাবে ধান কেনা কি সহীহ হয়েছে?

Answer

না, তার নিকট আপনার পাওনা টাকার বিনিময়ে তিনমাস পর তার থেকে ধান নেওয়ার ক্রয় চুক্তিটি সহীহ হয়নি। কেননা এটি শরীয়তের দৃষ্টিতে বাইয়ে সালামের মতো হয়েছে। আর বাইয়ে সালাম সহীহ হওয়ার জন্য চুক্তির সময় মূল্য নগদে পরিশোধ করা শর্ত। কারো নিকট পাওনা টাকার বিনিময়ে তার সাথে বাইয়ে সালাম করা সহীহ নয়। কেননা এতে পণ্য ও মূল্য দুটোই دين তথা বকেয়া থেকে যায়। যা শরীয়তে নিষিদ্ধ। অতএব আপনাদের প্রশ্নোক্ত চুক্তিটি বাতিল করে দিতে হবে।

এক্ষেত্রে পাওনা টাকার পরিবর্তে তার থেকে অন্য কিছু নিতে চাইলে সেটি তার থেকে নগদ পণ্যে ক্রয়-বিক্রয়ের চুক্তির মাধ্যমে হতে হবে। যদি তার নিকট সেই পণ্য তখন না থাকে, তাহলে যখন সে পণ্য নগদে দিতে পারবে সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

* >المحيط الرضوي< ২/৩২২ : ولو أسلم إلى رجل دينا له عليه لم يجز؛ لأنه دين بدين، وهو منهي عنه.

আলজামিউস সাগীর, পৃ. ৩২৩; বাদায়েউস সানায়ে ৪/৪৩৫; আলমুহীতুল বুরহানী ১০/২৯৪; ফাতাওয়া খানিয়া ২/১২০; ফাতহুল কাদীর ৬/২২৯; আলবাহরুর রায়েক ৬/১৬৪

Read more Question/Answer of this issue