Ramadan 1446 || March 2025

আব্দুর রাকীব - যশোর

৬৬৮৬. Question

আমার বাড়ির পাশে এক প্রবাসীর জমি আছে। দীর্ঘদিন তা খালি পড়ে আছে। আমি তার সাথে এভাবে চুক্তি করতে চাচ্ছি যে, সেখানে আমি কিছু কাঠগাছ লাগাব। গাছগুলো বড় হলে আমরা তা বিক্রি করে এর মূল্য অর্ধেক হারে ভাগ করে নেব। জানার বিষয় হল, এভাবে চুক্তি করা কি জায়েয আছে?

Answer

হাঁ, প্রশ্নোক্ত চুক্তিটি সহীহ আছে। এভাবে একজনের জমিতে আরেকজন গাছ লাগিয়ে নির্ধারিত সময়ের পর পূর্ব চুক্তি অনুযায়ী গাছ বা গাছ বিক্রি করে তার মূল্য হারাহারিভাবে ভাগ করে নেওয়ার চুক্তি বৈধ আছে। তবে এক্ষেত্রে চুক্তির মেয়াদ তথা গাছ কাটার সময় নির্ধারণ করা জরুরি। মেয়াদ নির্ধারণ না করলে চুক্তি সহীহ হবে না।

* >خزانة الأكمل< ৩/২৭৫ : ولو دفع أرضه معاملة عشرين سنة، على أن يغرس فيها ما بدا له من نخل وكرم وشجر من عند العامل، فهذا على أربعة أوجه، أحدها: اشترطا الأشجار وثمارها بينهما نصفان، جاز.

আলবাহরুর রায়েক ৮/১৬৫; জামিউর রুমুয ৩/২৭৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/১৪৮; রদ্দুল মুহতার ৬/২৮৯; শরহুল মাজাল্লা, আতাসী ৪/৩৯৭; দুরারুল হুক্কাম ৩/৪৮১

Read more Question/Answer of this issue