Ramadan 1446 || March 2025

আবদুল্লাহ - যশোর

৬৬৮৫. Question

এক বছর আগে আমার ছেলের শ্বশুর ইন্তেকাল করেছেন। আর আমার স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে আরো তিন বছর আগে। এখন অনেকে আমাকে ছেলের শাশুড়িকে বিয়ে করার পরামর্শ দিচ্ছে।

জানার বিষয় হল, তাকে বিয়ে করতে শরীয়তে কি কোনো সমস্যা আছে?

Answer

না, এতে কোনো সমস্যা নেই। আপনি আপনার ছেলের বিধবা শাশুড়িকে বিবাহ করতে পারবেন।

* >شرح مختصر الكرخي< للقدوري ৩/৩৮৫: فحليلة الرجل حرام على أبيه دخل الابن بها أو لم يدخل؛ لأنها مبهمة، فيختص التحريم بها دون غيرها، فيجوز للأب أن يتزوج بأمهاتها وبناتها.

আলগায়া, সারুজী ১০/১৭৬; ফাতহুল কাদীর ৩/১২০; রদ্দুল মুহতার ৩/৩১

Read more Question/Answer of this issue