Ramadan 1446 || March 2025

নূরুল্লাহ - ভোলা

৬৬৭৪. Question

আমার কপালে একটি ফোঁড়া উঠেছে। যার কারণে সিজদার সময় কপাল জমিনে লাগাতে খুবই কষ্ট হয়। এমতাবস্থায় কি আমার জন্য জমিনে কপাল না লাগিয়ে শুধু নাক দ্বারা সিজদা করার অবকাশ আছে?

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী যেহেতু কপাল দ্বারা সিজদা করা আপনার জন্য অতি কষ্টকর, তাই এক্ষেত্রে আপনি শুধু নাক দ্বারা সিজদা করতে পারবেন। এতে আপনার সিজদা আদায় হয়ে যাবে। কেননা ওজরের কারণে জমিনে কপাল লাগাতে সক্ষম না হলে বা অধিক কষ্টকর হলে শুধু নাক দ্বারা সিজদা করাই যথেষ্ট।

তবে মনে রাখতে হবে, কোনো ওজর ছাড়া সিজদার সময় জমিনে কপাল না লাগালে সিজদা আদায় হবে না, এবং ঐ নামায সহীহ হবে না।

* كتاب >الأصل< ১/১৯১ : قلت: أرأيت رجلا في جبهته جرح ولا يستطيع أن يسجد عليه هل يجزيه أن يومئ إيماء؟ قال: لا، ولكن يسجد على أنفه. قلت: فإن أومأ ايماء؟ قال: لا يجزيه، وعليه أن يعيد الصلاة.

খিযানাতুল আকমাল ১/৫৫; আলমুহীতুল বুরহানী ৩/৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৭০, ১৩৬; হার্শিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৩৫

Read more Question/Answer of this issue