Ramadan 1446 || March 2025

জারীর - সিরাজগঞ্জ

৬৬৭১. Question

তারাবীতে ১৩তম পারা তিলাওয়াত করছিলাম। ১০ম পৃষ্ঠায় এসে আমি সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদা দিই। কিন্তু সিজদা থেকে উঠে আমি সামনের আয়াত মনে করতে পারছিলাম না। তাই আবার পৃষ্ঠার শুরু থেকে পড়া শুরু করি এবং আবার সিজদার আয়াত তিলাওয়াত করি। কিন্তু লোক-লজ্জার কারণে দ্বিতীয়বার আর সিজদা করিনি। জানতে চাই, সিজদার আয়াতটি পুনরায় পড়ার কারণে কি আমার ওপর আবার সিজদা করা ওয়াজিব ছিল? ওয়াজিব হয়ে থাকলে পুনরায় সিজদা না করার কারণে কি কোনো সমস্যা হয়েছে?

Answer

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে পুনরায় সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়নি। কেননা সিজদায়ে তিলাওয়াত আদায়ের পর দাঁড়িয়ে ওই রাকাতেই উক্ত আয়াতটি আবার পড়লে পুনরায় সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না। অতএব এক্ষেত্রে পুনরায় সিজদা না করা নিয়মসম্মতই হয়েছে।

* >الجامع الكبير< ص ১০ : وإن قرأ في الركعة الأولى سجدة، فسجد لها، ثم قام، فأعادها، لم يسجد.

মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪২২৩; আলমুহীতুর রাযাবী ১/৪৩৬;

ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৪০; আলজাওহারাতুন নাইয়িরা ১/১০৬; মারাকিল ফালাহ, পৃ. ২৭০

Read more Question/Answer of this issue