Ramadan 1446 || March 2025

ফাহিম - চৌদ্দগ্রাম, কুমিল্লা

৬৬৬৯. Question

বিশ পঁচিশ দিন আগে আমি আমার গরুর জন্য বিলে ঘাস কাটতে যাই। তখন বেখেয়ালে একটা ভাঙা শামুকে পাড়া দিয়ে পা কেটে ফেলি। প্রথমে মনে করেছিলাম সামান্য ক্ষত। কিন্তু ডায়াবেটিস থাকার কারণে সেই সামান্য ক্ষতই শুকাতে অনেক দেরি হয়। পরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার ব্যান্ডেজ বেঁধে দেয়, এবং ইনফেকশন যেন না হয়, সেজন্য একদিন পরপর ড্রেসিং করতে বলে। আমি এখন ওযু করার সময় পায়ে ব্যান্ডেজের ওপর মাসেহ করি, এবং একদিন পরপর ব্যান্ডেজ খুলে ড্রেসিং করে নতুন ব্যান্ডেজ লাগাই।

হুজুরের কাছে জানতে চাই, ড্রেসিং করার জন্য ব্যান্ডেজ খুললে কি ওযু ভেঙে যাবে? যদি না ভাঙে তাহলে কি ব্যান্ডেজ পরিবর্তনের পর নতুন ব্যান্ডেজের ওপর পুনরায় মাসেহ করে নিতে হবে?

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ড্রেসিং করার সময় ক্ষতস্থান থেকে যদি গড়িয়ে পড়া পরিমাণ রক্ত, পুঁজ, পানি বের না হয়, তাহলে শুধু ব্যান্ডেজ খোলার কারণে আপনার ওযু ভাঙবে না। তাই সেক্ষেত্রে নতুন করে ওযু করা জরুরি নয়, এবং এক্ষেত্রে ব্যান্ডেজ পরিবর্তন করার পর নতুন ব্যান্ডেজের ওপর পুনরায় মাসেহ করাও আবশ্যক নয়। তবে সম্ভব হলে পুনরায় মাসেহ করে নেওয়াই উত্তম।

* >فتاوى قاضيخان< ১/৫১ : إذا مسح على العصابة، ثم سقطت العصابة، فبدلها بالأخرى، الأولى أن يعيد المسح على الثانية، وإن لم يعد أجزأه.

কিতাবুল আছার, ইমাম আবু ইউছুফ, বর্ণনা ২৩; কিতাবুল আছল ১/৪৪; বাদায়েউস সানায়ে ১/৯১; আলমুহীতুল বুরহানী ১/৩৬১; খুলাসাতুল ফাতাওয়া ১/২৭

Read more Question/Answer of this issue