সালমান - সন্দ্বীপ, চট্টগ্রাম
৬৬৬২. Question
আমাদের এলাকার এক লোক কবরস্থানের জন্য কয়েক শতাংশ জমি ওয়াকফের ওসিয়ত করেন। কিন্তু জমিটির মূল্য বেশি হওয়ায় তার ছেলেরা তাতে আপত্তি জানিয়ে অন্য একটি জমি যেন ওয়াকফ করা হয় সে আবেদন করে। ফলে ঐ লোক জমিটির ওয়াকফের ওসিয়ত প্রত্যাহার করে নেয় এবং ছেলেদের কথা অনুযায়ী অন্য একটি জমি ওয়াকফের ওসিয়ত করে।
এখন প্রশ্ন হল, ঐ লোক প্রথমেই যে জমিটি ওয়াকফের ওসিয়ত করেছে, পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া গ্রহণযোগ্য হয়েছে, নাকি পূর্বের জমিটি ওয়াকফের জন্য নির্ধারিত হয়ে গেছে?
Answer
ওসিয়ত কার্যকর হয় ওসিয়তকারীর মৃত্যুর পর। ওসিয়তকারী জীবদ্দশায় ওসিয়তে রদবদল বা প্রত্যাহার করতে পারে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রথম জমিটিকে ওয়াকফের জন্য ওসিয়ত করার পর ওসিয়ত প্রত্যাহার করে নেওয়া এবং এর পরিবর্তে অন্য জমি ওয়াকফের ওসিয়ত করা দুটোই সহীহ হয়েছে।
আতা, তাউস ও আবু শা‘ছা রাহ. বলেন–
يُغَيِّرُ الرَّجُلُ مِنْ وَصِيَّتِهِ مَا شَاءَ فِي الْعِتْقِ وَغَيْرِهِ.
অর্থাৎ ওসিয়তকারী নিজ ওসিয়তের ব্যাপারে যা চায় পরিবর্তন করতে পারবে। (মুসান্নাফে আবদুর রাযযাক, বর্ণনা ১৬৩৮৩)
* >المحيط البرهاني< ৯/১৬৫: رجل وقف بعد وفاته وقفا صحيحا، فله أن يرجع عنه؛ لأن الوقف بعد الوفاة وصية، وللموصي أن يرجع في وصيته.
–শরহু মুখতাসারিল কারখী, কুদূরী ৮/১০২; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ১৪৮; আযযাখীরাতুল বুরহানিয়া ৯/৯৪; ফাতাওয়া তাতারখানিয়া ৮/২০৯; আদ্দুররুল মুখতার ৬/৬৫৮