Shaban 1446 || February 2025

উম্মে তাবাসসুম - ডেমরা, ঢাকা

৬৬৫৮. Question

আমার মেয়ে হিফয পড়ছে। মাদরাসায় সবক শোনানোর আগে প্রতিদিন আমি ওর সবক শুনি। ঋতু চলাকালীনও ওর পড়া শুনতে হয়। সেদিন ঋতু চলা অবস্থায় ওর সবক শুনছিলাম। তখন ওর সবকে একটি সিজদার আয়াত ছিল।

জানতে চাচ্ছি, আমি যে এ অবস্থায় তার থেকে সিজদার আয়াত শুনেছি, পবিত্র হওয়ার পর কি আমাকে এর জন্য সিজদা আদায় করতে হবে?

Answer

না, পবিত্র হওয়ার পর আপনাকে এক্ষেত্রে সিজদায়ে তিলাওয়াত আদায় করতে হবে না। কেননা ঋতু চলা অবস্থায় সিজদার আয়াত শুনলে সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না।

মুগীরা রাহ. থেকে বর্ণিত

عَنْ إبْرَاهِيمَ،أَنَّهُ كَانَ يَقُولُ فِي الْحَائِضِ تَسْمَعُ السَّجْدَةَ، قَالَ : لاَ تَسْجُدُ، هِيَ تَدَعُ مَا هُوَ أَعْظَمُ مِنَ السَّجْدَةِ، الصَّلاَة الْمَكْتُوبَةَ.

ঋতু চলা অবস্থায় যে মহিলা সিজদার আয়াত শুনেছে, তার সম্পর্কে ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, সে সিজদা আদায় করবে না। সে তো (এ অবস্থায়) সিজদার চেয়ে বড় ইবাদত নামাযই পড়ছে না। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৪৩৪৭)

কিতাবুল আছল ১/২৭২; আলফাতাওয়াস সুগরা, সদরুশ শাহীদ ১/৭০বাদায়েউস সানায়ে ১/৪৩৯; ফাতহুল কাদীর ১/৪৬৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮

Read more Question/Answer of this issue