Rajab 1446 || January 2025

উমায়ের হাসান - চাঁদপুর

৬৬৫৩. Question

আমাদের মাদরাসায় বেফাক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আশপাশের অনেক মাদরাসা থেকে ছাত্ররা এখানে এসে পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রতি বছর পরীক্ষার পর হলরুম সাফাইয়ের সময় বিভিন্নজনের ফেলে যাওয়া কলম, স্কেল, ফ্লুইড ইত্যাদি পাওয়া যায়। মাদরাসা কর্তৃপক্ষ কিছুদিন তা সংরক্ষণ করে রাখে এবং ওই সমস্ত মাদরাসায় সংবাদ পাঠায়। কিন্তু সাধারণত কেউ তা নিতে আসে না। এ অবস্থায় সেগুলো অন্যান্য ছাত্রদের দিয়ে দেওয়া যাবে কি না?

Answer

বস্তুগুলো যদি এমন হয় যে, এর মালিক সেগুলো নিতে আসবে না বলেই প্রবল ধারণা হয়, তবে মাদরাসা কর্তৃপক্ষ চাইলে তা অন্য কাউকে দিয়ে দিতে পারবেন।

উল্লেখ্য, মাদরাসা কর্তৃপক্ষ পরীক্ষায় অংশগ্রহণকারীদেরকে আগে থেকেই ঘোষণা দিয়ে রাখতে পারেন যে, কেউ যদি এমন কোনো জিনিস রেখে চলে যায়, তবে সেটি তার পক্ষ থেকে অন্যদের দিয়ে দেওয়া হবে এবং সে তা আর নিতে আসবে না বলে ধরে নেওয়া হবে।

 

* >المبسوط< للسرخسي ১১/২ : ثم ما يجده نوعان: (أحدهما) ما يعلم أن مالكه لا يطلبه، كقشور الرمان والنوى. (والثاني) ما يعلم أن مالكه يطلبه. فالنوع الأول له أن يأخذه وينتفع به.

মুখতারাতুন নাওয়াযিল ২/২১৮; ফাতহুল কাদীর ৫/৩৫২; ফাতাওয়া হিন্দিয়া ২/২৯০; রদ্দুল মুহতার ৪/২৭৮

Read more Question/Answer of this issue