Rajab 1446 || January 2025

আব্দুল্লাহ - সাভার ঢাকা

৬৬৪৯. Question

আমার বাসা সাভার নবীনগর। মালিবাগে চাকরি করি। এই লাইনের বাসগুলো নবীনগরের কথা বলে যাত্রী উঠায়। কিন্তু রাত হয়ে গেলে এবং যাত্রী বেশি না থাকলে অনেক সময় তারা গাবতলীতে সবাইকে নামিয়ে দেয়। এতে ভোগান্তিতে পড়তে হয়। তাই আমি এরকম সম্ভাবনা থাকলে বাসে ওঠার সময় বলে উঠি যে, নবীনগর পর্যন্ত না গেলে এক টাকাও ভাড়া দিব না। তারপরও অনেক সময় তারা গাবতলীতে নামিয়ে দেয়।

জানার বিষয় হল, এভাবে বলে বাসে ওঠার পর যদি গাবতলীতে নামিয়ে দেয় সেক্ষেত্রে কি তাকে গাবতলী পর্যন্ত বাসভাড়া দিতে হবে, নাকি ভাড়া না দিলেও চলবে?

Answer

বাস চালকদের এ আচরণ অন্যায়। নির্ধারিত গন্তব্যে যাওয়ার কথা বলে যাত্রী উঠিয়ে যাত্রী কমের অজুহাতে মাঝপথে নামিয়ে দেওয়া অনৈতিক ও গুনাহের কাজ। অনিবার্য কোনো ওযর ব্যতীত ওয়াদার বরখেলাফ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে তাদের এ কাজটি অন্যায় হলেও নির্ধারিত গন্তব্যের আগে যাত্রীদের নামিয়ে দিলে যতটুকু পথ অতিক্রম করেছে তার ভাড়া না দেওয়ার কোনো সুযোগ নেই। বাসওয়ালাদের সাথে এমন কথা বলে নিলেও যে পরিমাণ পথ অতিক্রম করবে তাকে তার নির্ধারিত ভাড়া পরিশোধ করা জরুরি হবে। অবশ্য গাড়িটি যদি বিরতিহীন হয় এবং সে মাঝপথের কোনো স্ট্যান্ডে নামিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে সে বিরতিহীন গাড়ির ভাড়া পাবে না; বরং লোকাল গাড়ির ভাড়া পাবে।

 

* >الأصل< للشيباني ৪/৩১ : أرأيت إن قال: إن بلغت إلى بغداد على هذه الدابة فلك عشرة دراهم، وإلا فلا شيء لك، فوقع الكراء على هذا وركبها فلم تبلغه ونفقت الدابة أو لم تنفق، هل له أجر على هذا؟ قال: عليه أجر مثلها بقدر ما سار عليه.

শরহু মুখতাসারিত তাহাবী, ইসবীজাবী ৩/১২৯৫; গায়াতুল বায়ান ১৩/৩৩৫; আলমুহীতুল বুরহানী ১১/৩২৮; আলবাহরুর রায়েক ৭/৩১২; ফাতাওয়া হিন্দিয়া ৪/৪১৩

Read more Question/Answer of this issue