Rajab 1446 || January 2025

খাইরুন্নেসা - মাগুরা

৬৬৪৭. Question

কিছুদিন আগে আমার স্বামীর ইন্তেকাল হয়। মৃত্যুর আগে তার বাড়িতে আমি যে ঘরে থাকতাম এখন একা ওই ঘরে থাকতে আমার কষ্ট হয়। আমার স্বামীর ওই বাড়িতে এ ঘরের পাশে আমাদের আরেকটি ঘর আছে। যেখানে আমরা আগে থাকতাম। বর্তমানে আমার ছেলে ও তার স্ত্রী থাকে। এখন আমি কি তাদের সাথে ওই ঘরে থাকতে পারব? এতে ইদ্দত পালনে কোনো সমস্যা হবে?

 

Answer

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে ইদ্দতের সময় আপনি ওই ঘরটিতেও থাকতে পারবেন। এতে অসুবিধা নেই। কেননা স্বামীর বাড়িতে তার একাধিক ঘর থাকলে ইদ্দত অবস্থায় স্ত্রীর জন্য সেই ঘরগুলোতে যাওয়া এবং এর যে কোনোটিতে থাকা জায়েয আছে। স্বামীর সাথে সে যে ঘরে থাকত, ইদ্দত অবস্থায় তাতেই আবদ্ধ থাকা জরুরি নয়।

 

* >الأصل< للشيباني ৪/৪০৮ : وللمطلقة أن تخرج من بيتها إلى الدار، وأن تبيت في أي بيوت الدار شاءت. وكذلك المتوفى عنها زوجها.

আলমাবসূত, সারাখসী ৬/৩৬; খুলাসাতুল ফাতাওয়া ২/১১৯; আলমুহীতুল বুরহানী ৫/২৩৭; তাবয়ীনুল হাকায়েক ৩/২৭১; রদ্দুল মুহতার ৩/৫৩৫

Read more Question/Answer of this issue