ফাহিম হাসান - যাত্রাবাড়ী
৬৬৪৬. Question
বছরখানেক আগে একজন ব্যবসায়ী ছেলের সঙ্গে আমার এক আত্মীয়ার বিবাহ হয়। মহর ধার্য করা হয় দেড় লক্ষ টাকা। এর মধ্যে এক লক্ষ টাকা তারা নগদ পরিশোধ করে। আর বাকি পঞ্চাশ হাজার দুই বছর পর দেওয়ার কথা। বিবাহের পর কয়েক মাস যেতে না যেতেই ছেলের পরকীয়াসহ বিভিন্ন চারিত্রিক সমস্যা ধরা পড়ে। মেয়ের পরিবার তাকে ফেরানোর চেষ্টা করলে সে মেয়েটির ওপর আরো ক্ষীপ্ত হয়ে উঠে। এবং তার ওপর বিভিন্ন রকমের অত্যাচার করতে শুরু করে। এমতাবস্থায় মেয়েটির জন্য তার সংসার করা অসম্ভব হয়ে পড়ে। সে বাধ্য হয়ে ছেলেটিকে তালাকের জন্য পীড়াপীড়ি করলে ছেলেটি এক লক্ষ টাকার বিনিময়ে খোলা করতে রাজি হয়। কোনো উপায় না থাকায় মেয়ের পরিবার তা মেনে নিয়ে তাকে এক লাখ টাকা দিয়ে খোলা করে। জানতে চাই, এক্ষেত্রে ছেলের জন্য উক্ত টাকা গ্রহণ করা বৈধ হয়েছে কি? আর মহরের অনাদায়ী পঞ্চাশ হাজার টাকার কী বিধান হবে?
Answer
স্বামীর অন্যায় ও দোষের কারণে খোলা তালাক হলে স্বামীর জন্য স্ত্রী থেকে কোনো বিনিময় গ্রহণ করা বৈধ নয়।
ইবরাহীম নাখায়ী রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন—
فَإِنْ جَاءَ مِنْ قِبَلِهِ لَمْ يَحِلَّ لَهُ مَا أَخَذَ مِنْهَا.
খোলা তালাক যদি স্বামীর কারণে হয়, তাহলে স্ত্রী থেকে সে যা নিয়েছে তা বৈধ হবে না। (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১১৮২৫)
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে বাস্তবেই যদি স্বামীর অন্যায় ও দোষের কারণে মহিলাটি খোলা তালাক গ্রহণ করে থাকে, তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য খোলার বিনিময়ে উক্ত টাকা গ্রহণ করা সম্পূর্ণ নাজায়েয হয়েছে। তবে খোলা তালাকের কারণে মহরের বকেয়া পঞ্চাশ হাজার টাকা মাফ হয়ে গেছে। তাই মহরের অনাদায়ী টাকা স্বামীর আদায় করতে হবে না।
* >بدائع الصنائع< ৩/২৩৫ : فإن كان من قبل الزوج فلا يحل له أخذ شيء من العوض على الخلع.
—মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ১১৮১৫; কিতাবুল আছল ৪/৫৫৮; বাদায়েউস সানায়ে ৩/২৩৭; যাদুল ফুকাহা ২/৯৪; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৮৮; রদ্দুল মুহতার ৩/৪৫২