Rajab 1446 || January 2025

মুহাম্মদুল্লাহ - মিরপুর

৬৬৪৫. Question

এ বছর ইনশাআল্লাহ আমি হজ্ব আদায় করতে যাব। কিন্তু আমি ঠান্ডার রোগী। ঠান্ডা লাগার কারণে গলাও খুব ব্যথা করে। তাই মাঝে মাঝে গলায় মাফলার পেঁচিয়ে রাখতে হয়।

এখন জানতে চাচ্ছি, ইহরাম অবস্থায় আমি কি গলায় মাফলার ব্যবহার করতে পারব? ব্যবহার করলে কি আমার ওপর কোনো জরিমানা আসবে?

Answer

হাঁ, ইহরাম অবস্থায় আপনি গলায় মাফলার ব্যবহার করতে পারবেন। এ কারণে কোনো জরিমানা আসবে না। কেননা ইহরাম অবস্থায় ঘাড়, গলা ঢেকে রাখা নিষেধ নয়।

 

* >الفتاوى الخانية< ১/২৮৯ : ولا بأس للمحرم أن يغطي أذنيه أو من لحيته ما دون الذقن.

আলমুহীতুর রাযাবী ২/২৩৭; ফাতহুল কাদীর ২/৪৪৪; আলমানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ১২৩; আদ্দুররুল মুখতার ২/৪৮৮

Read more Question/Answer of this issue