Rajab 1446 || January 2025

রায়হান - ডেমরা, ঢাকা

৬৬৪৪. Question

আমরা একটি মাদরাসায় পড়াশোনা করি। কয়েকমাস আগে আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে দাওয়াতী সফরে গিয়েছিলাম। সেখানে তিনটা কাদিয়ানী পরিবারের পেছনে দাওয়াতের মেহনত করা হয়। প্রায় সপ্তাহ খানেক মেহনত করার পর একটি কাদিয়ানী পরিবার ইসলাম ধর্মে ফিরে আসে। তারা পূর্বে মুসলমান ছিল। কয়েক বছর আগে ইসলাম ত্যাগ করে কাদিয়ানী হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহ। তাদের মধ্যে একজনের হজ্ব করার সামর্থ্য আছে। তবে সে কাদিয়ানী হওয়ার আগে একাধিকবার হজ্ব করেছিল।

জানার বিষয় হল, নতুন করে ইসলাম গ্রহণের পর এখন তার ওপর পুনরায় হজ্ব ফরয হবে কি?

Answer

হাঁ, এখন তার ওপর পুনরায় হজ্ব করা ফরয। কেননা লোকটি কাদিয়ানী হয়ে যাওয়ার কারণে সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে এবং এর আগে মুসলিম থাকা অবস্থায় হজ্বসহ তার আদায়কৃত সমস্ত নেক আমল বাতিল হয়ে গেছে। তাই এরপর পুনরায় ইসলাম গ্রহণ করার পর তার যদি হজ্ব করার সামর্থ্য থাকে, তাহলে তার ওপর পুনরায় হজ্ব করা ফরয হবে।

 

* >مختصر اختلاف العلماء< ২/২৩৮ : من حج للإسلام ثم ارتد ثم أسلم، قال أصحابنا يعيد الحج.

মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৬০৯১; আততাজরীদ ৪/২১৭৮; আলমাবসূত, সারাখসী ২/৯৬; ফাতাওয়া খানিয়া ৩/৫৮২; ফাতহুল কাদীর ৫/২৩২; আলমানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৩৩; আদ্দুররুল মুখতার ৪/২৫১

Read more Question/Answer of this issue