Rajab 1446 || January 2025

যুবায়ের আহমাদ - চাঁদপুর

৬৬৪৩. Question

হুজুর, আমি কায়রো জামিয়াতুল আযহারে পড়াশোনা করি। কয়েক বছর আগে আমার নানা ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি আমাকে দিয়ে তার বদলী হজ্ব করানোর ওসিয়ত করে যান। আমি আগামী বছর নানার পক্ষ থেকে বদলী হজ্ব করার জন্য বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করেছি। আমি শুনেছি যে, বদলী হজ্ব যার পক্ষ থেকে করা হয়, তার নিজ দেশ থেকেই আদায় করতে হয়। তো এ ক্ষেত্রে হজ্ব সম্পন্ন করার পর পুনরায় সেই দেশে ফিরে আসাও কি জরুরি? আমি যদি হজ্ব শেষে বাংলাদেশে না এসে কায়রো চলে আসি। এতে কোনো অসুবিধা আছে কি?

 

Answer

আপনি বদলী হজ্ব সম্পন্ন করে বাংলাদেশে না এসে কায়রো চলে যেতে পারবেন। কেননা বদলী হজ্ব প্রেরকের দেশ থেকে করা জরুরি হলেও হজ্ব সম্পন্ন করে আবার সেই দেশে ফিরে আসা জরুরি নয়। তবে সম্ভব হলে সেই দেশে ফিরে আসাই উত্তম।

 

* >بدائع الصنائع< ২/৪৬০ : ولو أحج رجلا يؤدي الحج ويقيم بمكة جاز؛ لأن فرض الحج صار مؤديا بالفراغ عن أفعاله. والأفضل أن يحج ثم يعود إليه، لأن الحاصل للآمر ثواب النفقة، فمهما كانت النفقة أكثر كان الثواب أكثر وأوفر.

ফাতাওয়া তাতারখানিয়া ৩/৬৫০; আলইয়ানাবী' ১/২৬৯; আলগায়া, সারুজী ৯/৪৮৯; ফাতাওয়া হিন্দিয়া ১/২৫৮; তানকীহুল ফাতাওয়াল হামিদিয়া ১/১৪; আলমানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৪৫৪

Read more Question/Answer of this issue