Rajab 1446 || January 2025

মুহাম্মাদ হারুন - মোহাম্মদপুর

৬৬৪২. Question

সঞ্চয়পত্রের সুদের টাকা এবং সুদী ব্যাংকের সুদের টাকা কোন্ ধরনের ব্যক্তিকে দেওয়া যাবে? বা কোন্ কোন্ খাতে ব্যয় করা যাবে? মাসআলা জানানোর জন্য সদয় অনুরোধ জানাচ্ছি।

Answer

সঞ্চয়পত্রের সুদের টাকা হোক বা ব্যাংক একাউন্টের সুদের টাকা, সব প্রকারের সুদের টাকা যাকাত গ্রহণের উপযুক্ত গরীবদেরকে সদকা করে দিবে। এ টাকা সরাসরি তার হাতে দিয়ে দেওয়া যেতে পারে। আবার এ টাকা দিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনেও তাকে দেওয়া যেতে পারে। তদ্রƒপ দরিদ্র ব্যক্তির সম্মতিতে তার ঋণও পরিশোধ করে দেওয়া যেতে পারে।

উল্লেখ্য যে, সুদ জঘন্যতম হারাম। তাই সুদী একাউন্ট খোলাই জায়েয নয়। আর সঞ্চয়পত্র ক্রয় করাই তো হয় সুদ পাওয়ার জন্য। এছাড়া সুদের টাকা গরীবদেরকে সদকা করে দেওয়ার নিয়তেও সুদী চুক্তিতে জড়ানোর সুযোগ নেই। তাই মুসলমানদের এহেন কাজ থেকে বিরত থাকা জরুরি।

 

* >الحاوي القدسي< ১/৩০০ : ومصارف العشر وسائر الصدقات الواجبات مصارف الزكاة.

আলমাবসূত, সারাখসী ১২/১৭২; আলমুহীতুল বুরহানী ১০/৩৭৫; আলইখতিয়ার ২/৫৬৮; রদ্দুল মুহতার ২/৩৩৯, ৫/৯৯

Read more Question/Answer of this issue