Rajab 1446 || January 2025

মাসউদ - সাভার, ঢাকা

৬৬৩৯. Question

আমি হেফযখানায় শিক্ষকতা শুরু করেছি। আমার ছাত্রদের মধ্যে বেশিরভাগই নাবালেগ। তাদের সবক শোনার সময় সিজদার আয়াতও শুনতে হয়।

প্রশ্ন হল, তাদের থেকে সিজদার আয়াত শোনার কারণে কি আমার ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে?

Answer

হাঁ, এ বয়সী নাবালেগ থেকে সিজদার আয়াত শুনলেও আপনার ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে। কেননা বুঝমান নাবালেগ থেকে সিজদার আয়াত শুনলেও শ্রবণকারীর ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়।

 

* >حلبة المجلي< /৫৮৩ : فتجب بالسماع من الكافر والصبي المميز.

কিতাবুল আছল ১/২৭২; আলমাবসূত, সারাখসী ২/৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৪; ফাতহুল কাদীর ১/৪৬৮; আলবাহরুর রায়েক ২/১১৯; রদ্দুল মুহতার ২/১০৭

Read more Question/Answer of this issue