মাসউদ - সাভার, ঢাকা
৬৬৩৯. Question
আমি হেফযখানায় শিক্ষকতা শুরু করেছি। আমার ছাত্রদের মধ্যে বেশিরভাগই নাবালেগ। তাদের সবক শোনার সময় সিজদার আয়াতও শুনতে হয়।
প্রশ্ন হল, তাদের থেকে সিজদার আয়াত শোনার কারণে কি আমার ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে?
Answer
হাঁ, এ বয়সী নাবালেগ থেকে সিজদার আয়াত শুনলেও আপনার ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে। কেননা বুঝমান নাবালেগ থেকে সিজদার আয়াত শুনলেও শ্রবণকারীর ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়।
* >حلبة المجلي< ২/৫৮৩ : فتجب بالسماع من الكافر والصبي المميز.
—কিতাবুল আছল ১/২৭২; আলমাবসূত, সারাখসী ২/৪; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৪; ফাতহুল কাদীর ১/৪৬৮; আলবাহরুর রায়েক ২/১১৯; রদ্দুল মুহতার ২/১০৭