Rajab 1446 || January 2025

সিফাতুল্লাহ - শিবচর, মাদারীপুর

৬৬৩৮. Question

আমি একটি প্রকাশনা প্রতিষ্ঠানে চাকরি করি। প্রুফ দেখা এবং টাইপ করা আমার কাজ। মাঝে মাঝে কাজ করার সময় সিজদার আয়াত চলে আসে। সেক্ষেত্রে আমি আয়াতটি মুখে উচ্চারণ না করে শুধু নজর বুলিয়ে যাই এবং টাইপের সময়ও মুখে উচ্চারণ না করে আয়াতটি লিখে ফেলি। জানার বিষয় হল, এভাবে মুখে উচ্চারণ না করে শুধু নজর বুলানো কিংবা টাইপ করার দ্বারা কি আমার ওপর সিজদা ওয়াজিব হবে?

Answer

না, শুধু সিজদার আয়াতের দিকে তাকানোর দ্বারা এবং মুখে উচ্চারণ না করে টাইপ করার দ্বারা সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হবে না। কেননা সিজদা ওয়াজিব হয় মুখে উচ্চারণ করে পড়ার দ্বারা। মুখে উচ্চারণ না করে শুধু আয়াত দেখার দ্বারা বা দেখে টাইপ করার দ্বারা সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয় না।

তবে মনে রাখতে হবে, সিজদার আয়াত যদি মুখে উচ্চারণ করা হয় আর তা অনুচ্চ স্বরেও হয়, তাহলেও সিজদা ওয়াজিব হবে।

 

* >خلاصة الفتاوى< /১৮৪ : ولا يجب بكتابة القرآن، والحاصل أن الوجوب إنما يكون بأحد الأمرين، إما بالتلاوة أو بالسماع.

ফাতাওয়া খানিয়া ১/১৫৭; আলমুহীতুল বুরহানী ২/৩৬২; ফাতহুল কাদীর ১/৪৬৬; আলবাহরুর রায়েক ২/১১৮; শরহুল মুনইয়া, পৃ. ৫০০; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৩২১

Read more Question/Answer of this issue