Rajab 1446 || January 2025

সাদ সাইয়াফ - কুমিল্লা

৬৬৩৭. Question

কাজে ব্যস্ত থাকায় গতকাল যোহরের সময় মসজিদে যেতে পারিনি। তাই ঘরেই যোহরের নামায আদায় করি। সালাম ফেরানোর সময় ভুলবশত প্রথমে বামদিকে সালাম ফিরিয়ে ফেলি। এরপর শুধু ডানদিকে সালাম ফিরিয়ে মুসল্লা থেকে উঠে আসি।

হুজুরের কাছে জানতে চাই, পুনরায় বামদিকে সালাম না ফেরানোর কারণে কি নামাযের কোনো ক্ষতি হয়েছে?

Answer

আপনার উক্ত নামায আদায় হয়ে গেছে। এক্ষেত্রে পুনরায় বামদিকে সালাম না ফেরানোই নিয়মসম্মত হয়েছে। কেননা নামাযে ভুলে প্রথমে বামদিকে সালাম ফিরিয়ে ফেললে ডানদিকে সালাম ফেরানোর পর পুনরায় বামদিকে সালাম না ফেরানোই নিয়ম।

তবে নামাযে আগে বামদিকে সালাম ফেরানো সুন্নতের খেলাফ। তাই ইচ্ছাকৃত এমনটি করা থেকে বিরত থাকতে হবে।

 

* >المحيط البرهاني< /১২৮ : فإن سلم أولا عن يساره فسلم عن يمينه، لا يعيد عن يساره.

বাদায়েউস সানায়ে ১/৫০২; আলমুহীতুর রাযাবী ১/২৫০; তাবয়ীনুল হাকায়েক ১/৩২৫; আযযিয়াউল মা'নাবী ২/১৮৭; মারাকিল ফালাহ, পৃ. ১৪৯

Read more Question/Answer of this issue