Shawal 1432 || September 2011

মুহাম্মাদ সালমান - গফরগাও, ময়মনসিংহ

২২৮৩. Question

ইহরাম অবস্থায় মাথা ঠান্ডা রাখার জন্য সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করা যাবে কি?

Answer

ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার নিষেধ। তাই সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করা যাবে না। বিখ্যাত তাবেয়ী আতা রাহ. বলেন, ইহরাম গ্রহণকারী তার শরীরে কিংবা কাপড়ে সুগন্ধিযুক্ত তেল লাগালে তার উপর কাফফারা ওয়াজিব হবে।

-মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ১৪৮৩৩

Read more Question/Answer of this issue