মামুনুর রশীদ - মগবাজার, ঢাকা
৬৬৩৬. Question
আমাদের মসজিদটি রাস্তার পাশে অবস্থিত। জুমার সময় অনেক মুসল্লি এখানে নামায পড়তে আসে। মসজিদের ভেতরে সবার জায়গা সংকুলান হয় না। তাই রাস্তার ওপরও চাটাই বিছিয়ে তিন চার কাতার করতে হয়। রাস্তার পাশে একটা ড্রেন আছে, যা দিয়ে এখানকার সব ময়লা ও নাপাক পানি যায়। ড্রেনের ওপর ঢালাই করা স্লাব বসানো আছে। যার ফলে নিচের ময়লা বা নাপাকীর কোনো আলামত ওপরে প্রকাশ পায় না। তাই ওই স্লাবের ওপরও চাটাই বিছানো হয়। প্রথম কাতারের বেশিরভাগ অংশ ঐ স্লাবের ওপর থাকে।
আমার জানার বিষয় হল, নিচে নাপাকী থাকার কারণে ওই স্লাবের ওপর চাটাই বিছিয়ে নামায পড়তে কোনো অসুবিধা আছে কি?
Answer
ওই স্লাবের ওপর দাঁড়িয়ে নামায পড়লেও নামায আদায় হয়ে যাবে। কারণ, ময়লা আবর্জনা স্লাবের নিচে থাকে। স্লাবে তো কোনো নাপাকী নেই। তাই এর ওপর নামায আদায় হওয়ার ব্যাপারে সন্দেহ করা উচিত নয়।
* >الفتاوى الهندية< ১/৬২ : والآجر إذا كان أحد وجهيهما نجسا، فقام على الوجه الطاهر وصلى جاز،مفروشة كانت أو موضوعة. هكذا في فتاوى قاضي خان.
—খিযানাতুল আকমাল ১/১২৮; আলমুহীতুর রাযাবী ১/১৪৫; আলফাতাওয়াস সুগরা, সাদরুশ্ শহীদ ১/৮৫; খুলাসাতুল ফাতাওয়া ১/৭৬; শরহুল মুনইয়া, পৃ. ২০২; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১২৯