Rajab 1446 || January 2025

ফারিহা মাহজাবীন - সাভার, ঢাকা

৬৬৩৪. Question

আমি মাঝেমধ্যেই বাবুর পেশাবের ভেজা কাঁথা, কাপড় বাথরুমের স্ট্যান্ডে ঝুলিয়ে রাখি। এতে স্ট্যান্ডটি ভিজে যায়। ধোয়ার পর ভেজা কাপড়গুলো ওই স্ট্যান্ডেই আবার রাখতে হয়। ততক্ষণে সাধারণত সেটা শুকিয়ে যায়। কিন্তু ধোয়ার পরপরই তাতে কাপড় রাখলে তো কাপড় থেকে তাতে পানি ঝরতে থাকবে। ফলে ওই নাপাক স্ট্যান্ডটি ভিজে এর পানি কাপড়ে লাগবে।

তাই জানার বিষয় হল, ধোয়া কাপড়গুলো স্ট্যান্ডে রাখার আগে কি সেটা ধুয়ে পাক করে নিতে হবে, নাকি শুকিয়ে গেলেই তা পাক হয়ে যাবে?

Answer

না, স্ট্যান্ডটি শুধু শুকিয়ে যাওয়ার দ্বারা পবিত্র হবে না; বরং সেটিকে পানি দ্বারা ধুয়ে নিতে হবে, কিংবা অন্তত পবিত্র ভেজা কাপড় বা ভেজা টিস্যু, ন্যাপকিন ইত্যাদি দ্বারা ভালোভাবে মুছে নিতে হবে। এরপর তাতে ধোয়ার পরপরই পবিত্র ভেজা কাপড় রাখা যাবে।

তাই আপনার কর্তব্য হল, নাপাক ভেজা কাপড় নামিয়ে নেওয়ার পর স্ট্যান্ডটি এভাবে পাক করে নেওয়া। অতঃপর তাতে ওই ধোয়া পাক কাপড় রাখা।

 

* >حلبة المجلي< /৫০৯ : والذي يظهر أن النجاسة إذا كانت يابسة ذات جرم تطهر بالحت والمسح بما فيه بلل طاهر من خرقة أو غيرها حتى يذهب أثرها مع عينها، وإن كانت يابسة ليست بذات جرم كالبول والخمر، فبالمسح بما ذكرناه لا غير، فإنها لا تذهب بالجفاف على ما هو الظاهر. وإن كانت رطبة تطهر بالمسح، سواء كانت ذات جرم أو لا، وسواء كان المسح بخرقة مبتلة أو غير مبتلة أو بغيرها.

শরহু মুখতাসারিল কারখী ১/১৯৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৪৩; আলবাহরুর রায়েক ১/২২৫; আদ্দুররুল মুখতার ১/৩১০

Read more Question/Answer of this issue