Rajab 1446 || January 2025

মুস্তাফিজুর রহমান - কুমারখালী, কুষ্টিয়া

৬৬৩৩. Question

শীতকালে আমি সাধারণত কাপড়ের মোজা পরে এর ওপর চামড়ার মোজা পরি।

জানার বিষয় হল, এভাবে কাপড়ের মোজার ওপর চামড়ার মোজা পরা অবস্থায় চামড়ার মোজার ওপর মাসেহ করা কি সহীহ হবে?

Answer

হাঁ, এক্ষেত্রে চামড়ার মোজার ওপর মাসেহ করা সহীহ হবে। চামড়ার মোজার ভেতর কাপড়ের মোজা পরলেও ওই চামড়ার মোজার ওপর মাসেহ করতে কোনো অসুবিধা নেই।

 

* >غاية البيان< /৩২০ : ولأن ما جاز المسح عليه إذا لم يكن بينه وبين الرجل حائل جاز المسح عليه إذا كان بينهما حائل، كخف إذا كان تحته خف أو لفافة.

মুহিম্মাতুল মুফতী ১/২১৬; আলবাহরুর রায়েক ১/১৮২; মাজমাউল আনহুর ১/৭৪; শরহুল মুনইয়া, পৃ. ১১১

Read more Question/Answer of this issue