Jumadal Akhirah 1446 || December 2024

আবদুল্লাহ - ঢাকা

৬৬২৮. Question

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশা-এর মূল কাজ হল গ্রাহকদের সুদে লোন দেওয়া। তারা তাদের লোন গ্রহীতাদের সেবা দেওয়ার জন্য ডাক্তার নিয়োগ দেবে।

প্রশ্ন হল, তাদের ওখানে ডাক্তার হিসেবে চাকরি করা কি বৈধ হবে?

Answer

না, ঐ এনজিওতে চিকিৎসক পদেও চাকরি করা শরীয়তের দৃষ্টিতে জায়েয হবে না। কেননা এনজিওটির মূল আয় হল সুদ। সংস্থাটি গ্রাহককে ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায়  প্রাথমিক লোন, বিশেষ লোন ও এসএমই লোন দিয়ে থাকে এবং এর ওপর নির্ধারিত হারে সুদ নিয়ে থাকে। আর সুদি আয় থেকেই এর কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা দিয়ে থাকে।

সুতরাং সংস্থাটিতে আপনার কাজটি যদিও সুদি লেনদেনের সাথে সম্পৃক্ত নয়; কিন্তু আপনার বেতন ভাতা ও যাবতীয় সুযোগ-সুবিধা প্রদত্ত হবে সুদি আয় থেকে। আর জেনেশুনে সুদের টাকা চাকরির বেতন বাবদ নেওয়াও বৈধ নয়।

* >غمز عيون البصائر في شرح الأشباه والنظائر< ১/৩৪৫ : لرجل مال حلال، اختلطه مال من الربا أو الرشاة، أو الغلول أو السحت، أو من مال الغصب أو السرقة أو الخيانة أو من مال يتيم، فصار ماله كله شبهة، ليس لأحد أن يشاركه أو يبايعه، أو يستقرض منه أو يقبل هديته أو يأكل في بيته.

আলজামিউস সাগীর, পৃ. ৪৮০; আলমুলতাকাত, পৃ. ২৬৮; আলবাহরুর রায়েক ৮/২০১; রদ্দুল মুহতার ৫/৯৮; তাকমিলা ফাতহুল মুলহিম ১/৬১৯

Read more Question/Answer of this issue