Jumadal Akhirah 1446 || December 2024

আবু হুরায়রা - চাটখিল, নোয়াখালী

৬৬২৫. Question

বিবাহ পড়ানোর সময় দেখা যায়, কাজী বা যিনি বিবাহ পড়ান তিনি বিভিন্নভাবে মেয়ের নাম উল্লেখ করে থাকেন। কখনো মেয়ের নামের সাথে মেয়ের পিতার নাম উল্লেখ করেন। আবার কখনো মেয়ের পিতার সাথে দাদার নামও উল্লেখ করেন। আবার কোনো সময় শুধু মেয়ের মূল নাম ও ডাক নাম উল্লেখ করেন। পিতার নাম উল্লেখ করেন না।

মুহতারামের কাছে এ ক্ষেত্রে নাম নেওয়ার সঠিক নিয়মটি জানতে চাই।

Answer

বিবাহের আকদের ক্ষেত্রে মূল বিষয় হল, পাত্র-পাত্রীর পরিচয় সাক্ষীদের কাছে সুস্পষ্ট থাকা। সুতরাং আকদের মজলিসে পাত্রী যদি উপস্থিত না থাকে, আর পাত্রীকে সাক্ষীরা সরাসরি তার নামেই চিনতে পারে, তাহলে আকদের সময় শুধু পাত্রীর নাম নিলেও আকদ সহীহ হয়ে যাবে। এক্ষেত্রে পিতার নাম বলা জরুরি নয়।

আর যদি পাত্রীকে শুধু তার নাম দ্বারা সাক্ষীরা চিনতে না পারে, তাহলে সেক্ষেত্রে পাত্রী শনাক্ত করণের জন্য পাত্রীর নামের পাশাপাশি পিতার নাম, প্রয়োজনে দাদার নামও বলতে হবে।

* >مختارات النوازل< ২/২০ : وأما الغائبة لا يصح نكاحها إلا بتعريف اسمها واسم أبيها، وإن ذكر اسمها لا غير، إن كان الشهود يعرفونها جاز؛ لأن المقصود من ذكر اسم أبيها التعريف، وقد حصلت المعرفة باسمها.

আলমুহীতুল বুরহানী ৪/২৪; ফাতহুল কাদীর ৩/১৯৬; আলবাহরুর রায়েক ৩/১৩৭; রদ্দুল মুহতার ৩/২২

Read more Question/Answer of this issue