শামছুল হক - সিলেট
৬৬২২. Question
আমি ঘর নির্মাণের জন্য টাকার প্রয়োজনে একজন থেকে ৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। ঋণ পরিশোধের জন্য ঋণদাতা আমাকে ৩ বছর সময় দেয়। কিন্তু এ বছর আলহামদু লিল্লাহ আমার ব্যবসায় এ পরিমাণ লাভ হয় যে, চাইলে আমি হজ্ব করতে পারব। তবে এ থেকে ঋণের টাকা বাদ দিলে হজ্বে যাওয়া সম্ভব নয়।
আমার প্রশ্ন হল, ঋণ পরিশোধের জন্য যেহেতু হজ্বের পরেও পর্যাপ্ত সময় ও সুযোগ থাকবে, তাই এ অবস্থায় আমার ওপর হজ্ব ফরয কি না?
Answer
পরে পরিশোধ করার সুযোগ থাকলেও বর্তমানে এই ঋণ বাদ দিলে যদি হজ্বে যাওয়া মত প্রয়োজন অতিরিক্ত সম্পদ আপনার কাছে না থাকে, তাহলে আপনার ওপর এ অবস্থায় হজ্ব ফরয নয়।
অবশ্য আপনার যদি মনে হয় যে, এখন হজ্বে চলে গেলে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে কোনো অসুবিধা হবে না, তাহলে আপনি এ বছরও হজ্বে চলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার ফরয হজ্ব আদায় হয়ে যাবে। হজ্ব থেকে ফিরে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ আদায়ে সচেষ্ট হবেন।
* >رد المحتار< ২/৪৬১ : من الحوائج الأصلية، كفرسه وسلاحه وثيابه وعبيد خدمته وآلات حرفته وأثاثه، وقضاء ديونه ولو مؤجلة، كما في اللباب وغيره.
—বাদায়েউস সানায়ে ২/২৯৭; আলমানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ৪৩; মিনহাতুল খালিক ২/৩২২