খলীল আহমদ - খুলনা
৬৬২০. Question
আমার আম্মার কাছে দুই ভরি সোনা এবং দুই ভরি রুপা আছে। এছাড়া নগদ টাকা পয়সা নেই। তাহলে এখন কি তার ওপর যাকাত ফরয? জানালে উপকৃত হব?
Answer
হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার আম্মার ওপর ঐ স্বর্ণ-রুপার যাকাত আদায় করা আবশ্যক। কেননা ঐ স্বর্ণ-রুপার কোনোটি পৃথকভাবে নেসাব পরিমাণ (অর্থাৎ স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর রুপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি) না হলেও উভয়টির মূল্য যেহেতু সমষ্টিগতভাবে রুপার নেসাব (সাড়ে বায়ান্ন ভরি)-এর সমমূল্য বা তার বেশি হয়ে যায়, তাই এগুলোর যাকাত আদায় করা জরুরি।
মা‘মার রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন—
عَنِ الْحَسَنِ، وَقَتَادَةَ فِي رَجُلٍ لَهُ مِائَةُ دِرْهَمٍ وَعَشْرَةُ دَنَانِيرَ، قَالَا: عَلَيْهِ فِي الدَّنَانِيرٍ، وَالدَّرَاهِمِ صَدَقَةٌ.
অর্থাৎ এক ব্যক্তির এক শ দিরহাম এবং দশ দীনার আছে, তার সম্পর্কে হাসান ও কাতাদাহ রাহ. বলেন, তাকে এই দিরহাম ও দীনারের যাকাত দিতে হবে। (মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৭০৮১)
—শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ২/৩০৯; বাদায়েউস সানায়ে ২/১০৬; ১০৮; ফাতাওয়া খানিয়া ১/২৫০; আলমুহীতুল বুরহানী ৩/১৫৭; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৯