Shawal 1432 || September 2011

মুহাম্মাদ রাশেদ হায়দার - টাঙ্গাইল

২২৮১. Question

আমরা জানি, ইহরাম অবস্থায় সেলাই করা কাপড় পরা নিষেধ। কিন্তু সেলাইযুক্ত বেল্ট পরাও কি নিষেধ?

Answer

না, সেলাইযুক্ত বেল্ট বাঁধা নিষেধ নয়। তাউস রাহ. বলেন, মুহরিম কোমরবন্দ ব্যবহার করতে পারবে।

মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস : ১৫৬৮৯

Read more Question/Answer of this issue