মিদলাজ উনাইস - মহাখালী, ঢাকা
৬৬১০. Question
আমার দাদা কয়েকদিন যাবৎ অসুস্থ। তাই তিনি তায়াম্মুম করেই নামায আদায় করছেন। আব্বু আজকে দাদাকে বললেন, তায়াম্মুম করার সময় আঙুল খিলাল করতে হবে। কারণ তায়াম্মুমে আঙুল খিলাল করা জরুরি। হুজুরের নিকট জানতে চাই, আসলেই কি তায়াম্মুমে আঙুল খিলাল করা জরুরি?
Answer
হাঁ, তায়াম্মুমে আঙুল খিলাল করা জরুরি। কেননা আঙুল খিলাল করা না হলে দুই আঙুলের ফাঁকে মাঝের অংশগুলো মাসেহ থেকে বাদ থেকে যাবে। আর তায়াম্মুম সহীহ হওয়ার জন্য আঙুলের অগ্রভাগ থেকে কনুই পর্যন্ত পুরো অংশ মাসেহ করা জরুরি। এর কোনো অংশ মাসেহ থেকে বাদ পড়ে গেলে তায়াম্মুম সহীহ হয় না।
* >المبسوط< للسرخسي ১/১০৭ : ولهذا شرطنا الاستيعاب في التيمم، حتى إذا ترك شيئا من ذلك لم يجزه. ... ولهذا قالوا: لا بد من نزع الخاتم في التيمم، ولا بد من تخليل الأصابع، ليتم به المسح.
—বাদায়েউস সানায়ে ১/১৬৮; খুলাসাতুল ফাতাওয়া ১/৩৫; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৪৫; আলমুহীতুর রাযাবী ১/১৬০; গুনইয়াতুল মুতামাল্লী, পৃ. ৬৩; রদ্দুল মুহতার ১/২৩৯