আনোয়ার হোসাইন - চৌমুহনী, নোয়াখালী
৬৬০৪. Question
আমার ছোট চাচার লেয়ার মুরগির খামার আছে। এর মাধ্যমে তিনি ডিম উৎপাদন করে ডিমের ব্যবসা করে থাকেন। একবার এক অজ্ঞাত কারণে তার খামারের অনেকগুলো মুরগি মরে যায়। পরে সেখানে কর্মরত এক কর্মচারী চাচার অজান্তেই ঐ মরা মুরগিগুলোর পেট থেকে যে ডিমগুলো খোসাসহ পূর্ণ ডিম হয়েছে, তা বের করে রেখে দেয় এবং জীবিত মুরগির ডিমের সাথে মরা মুরগির ডিম একত্র করে বিক্রি করে দেয়।
এখন আমাদের জানার বিষয় হল, মরা মুরগিগুলোর ডিমের ক্রয়-বিক্রয় সহীহ হয়েছে কি? সহীহ না হলে এখন করণীয় কী?
Answer
মরা মুরগির ভেতর থেকে পাওয়া খোসাযুক্ত ভালো ডিমের ক্রয়-বিক্রয় সহীহ আছে। কেননা তা জীবিত মুরগির ডিমের মতোই হালাল। মুরগি মরে যাওয়ার কারণে এর ভেতরে বিদ্যমান এ ধরনের ডিম হারাম হয়ে যায় না। সুতরাং তা খাওয়া এবং বিক্রি করা জায়েয আছে।
* >مختصر الطحاوي< ص ২৯৯ : ومن ماتت له دجاجة، فخرجت منها بيضة: فلا بأس عليه بأكلها.
–আহকামুল কুরআন, জাস্সাস ১/১১৯; আলফাতাওয়াস সুগরা, সদরুশ শাহীদ ২/৪১৬; আলমাবসূত, সারাখসী ২৪/২৮; বাদায়েউস সানায়ে ৪/১৬০; তাবয়ীনুল হাকায়েক ১/৯৩