Jumadal Ula 1446 || November 2024

আবু বকর - ফেনী

৬৬০১. Question

জনৈক মহিলার তালাক হওয়ার ৪৭ দিন পর অর্থাৎ ইদ্দত শেষ হওয়ার আগে অন্যত্র বিবাহ হয় এবং সেখানে তার ঘর-সংসারও হয়। পরবর্তীতে উক্ত মহিলা একজন আলেমের কাছে সঠিক মাসআলা জানতে পেরে ঐ ব্যক্তি (দ্বিতীয় স্বামী) থেকে আলাদা হয়ে যায় এবং নতুন করে ইদ্দত পালন শুরু করে। এখন জানার বিষয় হল, মহিলাটি কি এই ইদ্দতকালীন ঐ ব্যক্তি (দ্বিতীয় স্বামী) কর্তৃক ভরণ-পোষণের হকদার হবে?

Answer

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে মহিলাটি এই ইদ্দত চলাকালে ঐ ব্যক্তি (দ্বিতীয় স্বামী) থেকে ভরণ-পোষণ পাবে না। কেননা দ্বিতীয় বিবাহটি তালাকের ইদ্দত শেষ হওয়ার আগে হওয়ার কারণে 'নিকাহে ফাসেদ' হয়েছে। আর নিকাহে ফাসেদে উভয়ে বিচ্ছিন্ন হওয়ার পর যে ইদ্দত জরুরি, তাতে মহিলা ঐ পুরুষ থেকে বাসস্থান, ভরণ-পোষণের হকদার হয় না।

* >مختصر الطحاوي< ص ২২৬ : وكل عدة وجبت من نكاح فاسد: فلا سكنى لها ولا نفقة.

শরহু মুখতাসারিত তাহাবী, জাস্সাস ৫/৩১৫; শরহু মুখতাসারিল কারখী, কুদূরী ৪/২২৪; ফাতাওয়া তাতারখানিয়া ৫/৪০৮; রদ্দুল মুহতার ৩/৫৭৫

Read more Question/Answer of this issue