Jumadal Ula 1446 || November 2024

আবু হানযালা - চট্টগ্রাম

৬৫৯৯. Question

আমরা দুই ভাই বাবার মীরাছের জমি ভাগ করতে গিয়ে ভাগের সুবিধার্থে জমির একপাশের কিছু অংশ বড় ভাই বেশি নিয়েছেন। যার মূল্য তিনি ছোট ভাইকে পরিশোধ করে দেবেন; কিন্তু এখনো করেননি।

প্রশ্ন হল, এখানে ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের যে পাওনা আছে, তার যাকাত কার ওপর আসবে? বড় ভাইয়ের ওপর, নাকি ছোট ভাইয়ের ওপর?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে ছোট ভাই উক্ত জমির মূল্য বুঝে পাওয়ার আগে তার ওপর সে টাকার যাকাত আসবে না। আর বড় ভাইয়ের ওপর কতটুকু যাকাত আসবে তা তার সম্পদের অবস্থার ওপর নির্ভর করে।

* >المبسوط< للسرخسي ২/১৯৫ : ودين وسط وهو أن يكون بدلا عن مال لا زكاة فيه لو بقي في ملكه، ... وفي الدين المتوسط لا يلزمه الأداء ما لم يقبض مائة درهم فحينئذ يؤدي خمسة دراهم.

শরহু মুখতাসারিল কারখী ২/২০১; গায়াতুল বায়ান ২/৬১৮; রদ্দুল মুহতার ২/৩০৫

Read more Question/Answer of this issue