Jumadal Ula 1446 || November 2024

সিরাজুল ইসলাম - উল্লাপাড়া, সিরাজগঞ্জ

৬৫৯৮. Question

আমার সৎ মা কয়েকদিন ধরে অনেক অসুস্থ। আমিই তার চিকিৎসার খরচ বহন করে আসছি। গত কয়েক সপ্তাহ যাবৎ চিকিৎসার খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। তাই আমি তার চিকিৎসার পেছনে আমার যাকাতের টাকা থেকেও কিছু খরচ করতে চাচ্ছি।

মুহতারামের নিকট জানার বিষয় হল, আমি কি এক্ষেত্রে তার চিকিৎসার পেছনে আমার যাকাতের টাকা ব্যয় করতে পারব? এতে কি আমার যাকাত আদায় হবে?

Answer

হাঁ, সৎ মাকে যাকাত দেওয়া জায়েয আছে। তাই আপনার সৎ মা যাকাত গ্রহণের উপযুক্ত হলে আপনার যাকাতের টাকা তার চিকিৎসার পেছনে ব্যয় করতে পারবেন। এতে আপনার যাকাত আদায় হয়ে যাবে।

* >الفتاوى التاتارخانية< ৩/২১১: وفي تجنيس خواهرزاده : ويجوز أن يعطي امرأة أبيه وابنه.

আলমাবসূত, সারাখসী ৩/১১; রদ্দুল মুহতার ২/৩৪৬

Read more Question/Answer of this issue