সাদ আবদুল্লাহ - বনানী, ঢাকা
৬৫৯৬. Question
অনেক সময় দেখা যায়, আযান হচ্ছে আর আমি হয়তো কোনো কাজে ব্যস্ত। ফলে আযানের জবাব দিতে ভুলে যাই। পরক্ষণে আযান শেষ হওয়ার পর আমি কি তার জবাব দিতে পারব?
Answer
আযানের সাথে সাথে জবাব না দেওয়া হলে আযান শেষ হওয়ার পর পরই বেশি বিলম্ব না করে তখনো আযানের জবাব দেওয়ার সুযোগ রয়েছে। আযানের জবাবে যে বাক্যগুলো বলা হয়, তখন সেগুলো নিজে নিজে বলে নেবে। আর যদি আযান শেষ হওয়ার পর বেশি সময় অতিক্রান্ত হয়ে যায়, তাহলে আর জবাব দেওয়ার নিয়ম নেই।
উল্লেখ্য, কাজে ব্যস্ত থাকা অবস্থায় আযান শুরু হলেও যথাসম্ভব কাজে বিরতি দিয়ে তখনই আযানের জবাব দেওয়ার চেষ্টা করা উচিত। কেননা, আযানের জবাব দেওয়ার মূল সময় তখনই যখন মুআযযিন আযানের শব্দগুলো বলে। হাদীস শরীফে আযানের সময় মুআযযিনের সাথে সাথেই আযানের জবাব প্রদানের ব্যাপারে অনেক ফযীলত বর্ণিত হয়েছে। হাদীস শরীফে এসেছে, হযরত ওমর রা. বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন–
إِذَا قَالَ الْمُؤَذِّنُ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، فَقَالَ أَحَدُكُمْ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللهُ، قَالَ: أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللهُ، ثُمَّ قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللهِ قَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللهِ، ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الصَّلَاةِ، قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، ثُمَّ قَالَ: حَيَّ عَلَى الْفَلَاحِ، قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، ثُمَّ قَالَ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، قَالَ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، ثُمَّ قَالَ: لَا إِلٰهَ إِلَّا اللهُ، قَالَ: لَا إِلٰهَ إِلَّا اللهُ مِنْ قَلْبِهِ دَخَلَ الْجَنَّةَ.
অর্থাৎ মুআযযিন যখন বলে, اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ তখন যদি তোমাদের কেউ বলে, اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ।
অতঃপর মুআযযিন যখন বলে, أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللهُ সে বলে, أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللهُ।
এরপর মুআযযিন যখন বলে, أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللهِ সে বলে, أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللهِ।
তারপর মুআযযিন যখন বলে, حَيَّ عَلَى الصَّلَاةِ সে বলে, لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ।
এরপর মুআযযিন যখন বলে, حَيَّ عَلَى الْفَلَاحِ সে বলে, لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ।
তারপর মুআযযিন যখন বলে, اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ সে বলে, اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ।
এরপর মুআযযিন যখন বলে, لَا إِلٰهَ إِلَّا اللهُ সেও বলে, لَا إِلٰهَ إِلَّا اللهُ। এ বাক্যগুলো যদি সে দিল থেকে বলে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। –সহীহ মুসলিম, হাদীস ৩৮৫
তাই সম্ভব হওয়া সত্ত্বেও নিজের অসতর্কতার কারণে যেন এমন ফযীলতপূর্ণ আমলটি ছুটে না যায়, সেদিকে লক্ষ রাখা উচিত।
* >البحر الرائق< ১/২৬০ : ولم أر حكم ما إذا فرغ المؤذن ولم يتابعه السامع، هل يجيب بعد فراغه؟ وينبغي أنه إن طال الفصل لا يجيب، وإلا يجيب.
–হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/১৮৮; তুহফাতুল মুহতাজ ২/১১০; মিনহাতুল খালিক ১/২৬০; রদ্দুল মুহতার ১/৩৯৮