সাজেদা - মিরপুর, ঢাকা
৬৫৯৩. Question
সিজদায়ে তিলাওয়াত আদায়ের ক্ষেত্রে দাঁড়ানো থেকে সিজদায় যাওয়া এবং সিজদা থেকে উঠে পুনরায় দাঁড়ানো কি জরুরি?
একসঙ্গে একাধিক সিজদায়ে তিলাওয়াত আদায় করলেও কি প্রতিবার দাঁড়াতে হবে?
Answer
সিজদায়ে তিলাওয়াত আদায়ের ক্ষেত্রে দাঁড়ানো থেকে সিজদায় যাওয়া এবং সিজদা থেকে উঠে পুনরায় দাঁড়ানো মুস্তাহাব; জরুরি নয়। অতএব একসঙ্গে একাধিক সিজদায়ে তিলাওয়াত আদায় করলে মুস্তাহাব হল, প্রতিবার উঠে দাঁড়িয়ে আরেক সিজদা করা। তবে প্রতিবারের জন্য না দাঁড়িয়ে বসা থেকে সিজদা করলেও সিজদায়ে তিলাওয়াতগুলো আদায় হয়ে যাবে।
* >المبسوط< للسرخسي ২/১০: واستحسن أيضا أن يقوم فيسجد؛ لأن الخرور سقوط من القيام، والقرآن ورد به، فإن لم يفعل لم يضره.
–বাদায়েউস সানায়ে ১/৪৪৯; তাবয়ীনুল হাকায়েক ১/৫০৫; হালবাতুল মুজাল্লী ২/৫৯১; জামেউল মুযমারাত ২/৭৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/৪৬৪; আদ্দুররুল মুখতার ২/১০৭