Jumadal Ula 1446 || November 2024

মুহিউদ্দীন আহমাদ - বিজয়নগর, চট্টগ্রাম

৬৫৯১. Question

আমার স্ত্রী সাধারণত মাসে ছয় দিন ঋতুমতী থাকে। গত পিরিয়ডে তার ব্যতিক্রম হয়। ছয় দিনে স্রাব বন্ধ না হয়ে তেরোতম দিন পর্যন্ত দেখা যায়। এর পরে স্রাব বন্ধ হয়। দশম দিন পর্যন্ত সে নামায পড়া বন্ধ রেখেছিল। কিন্তু যখন দশম দিনও পার হয়ে যায় তখন এর পর থেকে প্রতি ওয়াক্তে ওযু করে নামায আদায় করে। কিন্তু আমার মনে প্রশ্ন থেকে যায়, সপ্তম দিন থেকে দশম দিন পর্যন্ত যে সে নামায পড়েনি, তা কি ঠিক ছিল? এই চার দিনের নামায কি তাকে কাযা আদায় করতে হবে? দয়া করে সঠিক মাসআলা জানিয়ে বাধিত করবেন।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্ত্রীর মাসিকের সাধারণ নিয়ম ছয় দিনের পরও যেহেতু স্রাব চালু ছিল, তাই এক্ষেত্রে সপ্তম দিন থেকে দশম দিন পর্যন্ত নামায না পড়া ঠিক ছিল। কেননা দশম দিনের ভেতর স্রাব বন্ধ হয়ে গেলে পুরো দশ দিনই হায়েয গণ্য হয়।

কিন্তু প্রশ্নোক্ত ক্ষেত্রে তা যেহেতু দশ দিন অতিক্রম করে গেছে, তাই তার পূর্বের নিয়ম অনুযায়ী এক্ষেত্রে ছয় দিন হায়েয এবং এর পর থেকে তেরোতম দিন পর্যন্ত ইস্তেহাযা গণ্য হবে। সুতরাং এখন আপনার স্ত্রীর জন্য সপ্তম থেকে দশম এই চার দিনের নামায কাযা করা জরুরি।

* >المبسوط< للسرخسي ২/১৬ : وإذا كان حيضها خمسة أيام، فزاد الدم عليها، فالزيادة دم حيض معها إلى تمام العشرة، ... فإذا زاد على العشرة كان حيضها هي الخمسة، والزيادة استحاضة.

কিতাবুল আছল ১/২৮৮; আলমুহীতুল বুরহানী ১/৪৩৪; আলগায়া, সারুজী ১/৬৫১; ফাতহুল কাদীর ১/১৫৭; আলবাহরুর রায়েক ১/২১২

Read more Question/Answer of this issue