Rabiul Akhir 1446 || October 2024

মামুনুল হক - রাজশাহী

৬৫৮৫. Question

আমাদের এলাকার মাদরাসার জামে মসজিদের যাবতীয় ব্যয় নির্বাহের জন্য জেলা শহরে একটি মার্কেট ওয়াকফ করা আছে। ঐ মার্কেটের ভাড়া দিয়ে মসজিদের যাবতীয় খরচ পরিচালনার পর মাস শেষে অনেক টাকা রয়ে যায়। এভাবে বেশ কিছু টাকা জমা হওয়ার পর ঐ টাকা দিয়ে শহরের বড় একটি মার্কেটে আরো দুটি বড় বড় দোকান কেনা হয়। বর্তমানে মসজিদের নির্মাণ কাজের জন্য টাকার প্রয়োজনে দোকানদুটি বিক্রি করা দরকার। কিন্তু মসজিদ কমিটির কাছে প্রশ্ন দেখা দিয়েছে, দোকানদুটি বিক্রি করা বৈধ হবে, নাকি ওয়াকফের সম্পত্তির মতো এগুলোর বিক্রিও অবৈধ? দয়া করে বিষয়টি সম্পর্কে জানিয়ে কৃতজ্ঞ করবেন।

Answer

ওয়াকফের আয় দিয়ে কেনা সম্পত্তি মূল ওয়াকফ সম্পত্তির মতো নয়। ওয়াকফের আয় দ্বারা কেনা সম্পত্তি মূল ওয়াকফের প্রয়োজনে বিক্রি করা জায়েয। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মসজিদের নির্মাণ কাজের প্রয়োজনে কর্তৃপক্ষ চাইলে দোকানদুটি বিক্রি করতে পারবে। এতে অসুবিধা নেই।

Ñফাতাওয়া খানিয়া ৩/২৯৭; খুলাসাতুল ফাতাওয়া ৪/৪২৩; আলমুহীতুল বুরহানী ৯/১৩৮; আদ্দুররুল মুখতার ৪/৪১৬

Read more Question/Answer of this issue