আসেম খান - কুমিল্লা
৬৫৮৩. Question
জনৈক ব্যক্তি এক মাস ইতিকাফ করার মান্নত করে। কিন্তু ব্যস্ততার কারণে সে মান্নত পুরা করতে পারছিল না। বছরখানেক পর তার ইন্তেকাল হয়ে যায়। জানতে চাই, এখন তার পক্ষ থেকে কোনো ফিদইয়া দিতে হবে কি?
উল্লেখ্য, লোকটি ফিদইয়া আদায়ের জন্য ওসিয়ত করে যেতে পারেনি।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে লোকটি ফিদইয়া আদায়ের ওসিয়ত না করলেও ওয়ারিশদের উচিত হবে, তার পক্ষ থেকে এর ফিদইয়া আদায় করে দেওয়া। যদিও ফিদইয়ার ওসিয়ত না করার কারণে ওয়ারিশদের ওপর তার পক্ষ থেকে ফিদইয়া আদায় করা আবশ্যক নয়; কিন্তু মৃতের পরকালের প্রতি লক্ষ করে আদায় করে দেওয়াই হবে উত্তম কাজ। আর ইতিকাফের ফিদইয়া হল, প্রতিদিনের ইতিকাফের পরিবর্তে একজন মিসকীনকে দুই বেলা খাবার খাওয়ানো বা এর মূল্য দেওয়া।
Ñমুয়াত্তা ইমাম মুহাম্মাদ, বর্ণনা ৯২৯; কিতাবুল আছল ২/১৯০; আলমাবসূত, সারাখসী ৩/১২৩; বাদায়েউস সানায়ে ২/২৮৯; রদ্দুল মুহতার ২/৪৪৭