Rabiul Akhir 1446 || October 2024

আবদুর রাকীব - মাইজদি, নোয়াখালী

৬৫৮১. Question

আলহামদু লিল্লাহ এ বছর আমার উমরা করার সৌভাগ্য হয়। উমরার তাওয়াফ শেষ করার পর আমি ওযু-ইস্তিঞ্জার জন্য বাইরে যাই। পরে সেখান থেকে একটা গেইট দিয়ে মারওয়ায় পৌঁছি। তখন আমি মারওয়া থেকেই সায়ী শুরু করি এবং সাফাতে গিয়ে সায়ীর সাত চক্কর পূর্ণ করি। আমার ধারণা ছিল, সায়ীতে সাত চক্কর পূর্ণ হলেই চলবে; সাফা থেকে শুরু হোক বা মারওয়া থেকে।

এখন হুজুরের কাছে জানতে চাচ্ছি, মারওয়া থেকে সায়ী শুরু করার কারণে আমার সায়ী আদায়ে কোনো সমস্যা হয়নি তো? উমরা শেষ করে এখন দেশে চলে এসেছি। সায়ী আদায়ে কোনো সমস্যা হয়ে থাকলে এখন আমার জন্য করণীয় কী?

Answer

সায়ী সাফা থেকে শুরু করা ওয়াজিব। মারওয়া থেকে সায়ী শুরু করলে প্রথম চক্করটি সায়ীর চক্কর হিসেবে ধর্তব্য হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার সায়ীর চক্কর হয়েছে ছয়টি। সাত চক্কর পূর্ণ হয়নি। তাই সায়ীর একটি চক্কর আপনার অনাদায়ী রয়ে গেছে। একারণে আপনার ওপর একটি সদকাতুল ফিতর পরিমাণ সদকা আদায় করা জরুরি। কেননা সায়ীর তিন চক্কর বা এর কম ছেড়ে দিলে প্রতি চক্করের জন্য একটি করে সদকাতুল ফিতর পরিমাণ আদায় করা ওয়াজিব।

আর এ সদকা হেরেমের এলাকায় আদায় করা উত্তম। অবশ্য দেশের গরীব-মিসকীনকে দিলেও আদায় হয়ে যাবে।

Ñআলমাবসূত, সারাখসী ৪/৫০; বাদায়েউস সানায়ে ২/৩১৯, ৩১৮; আযযাখিরাতুল বুরহানিয়া ৩/১৫৮; আলবাহরুর রায়েক ২/৩৩৩; রদ্দুল মুহতার ২/৫৫৮

Read more Question/Answer of this issue