Rabiul Akhir 1446 || October 2024

মীযান আহমাদ - সেনবাগ, নোয়াখালী

৬৫৭৯. Question

আমি একটি ইটের ভাটায় ইট কেনার জন্য সত্তর হাজার টাকা দেই। ভাটার মালিক বলেন, আপনাকে দুই মাস পরে ইট দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে সরকারি লাইসেন্স না থাকায় ভাটাটি বন্ধ করে দেয়। এদিকে ঐ লোক টাকাও দেয় না, ইটও দেয় না। আমার সাথে তার কোনো যোগাযোগ নেই। সে পালিয়ে থাকে। আজ ছয় বছর হয়ে গেছে আমার টাকা পাচ্ছি না। তার টাকা দেওয়ার ক্ষমতাও নেই মনে হয়। সেক্ষেত্রে জানতে চাই, এই পাওনা টাকা আমার যাকাত দ্বারা পরিশোধ করে নেওয়ার কোনো ব্যবস্থা আছে কী?

Answer

তার নিকট পাওনা টাকা আপনার যাকাত আদায়ের নিয়তে যদি আপনি ছেড়ে দেন কিংবা আপনার যাকাতের সাথে কাটাকাটি করে নেন, তবে এর দ্বারা আপনার যাকাত আদায় হবে না। অবশ্য এক্ষেত্রে আপনি এ পন্থা অবলম্বন করতে পারেন যে, লোকটি যদি যাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র হয়, তাহলে আপনি তাকে সরাসরি যাকাতের টাকা দিয়ে দেবেন। অতঃপর সে যখন যাকাত বাবদ এ টাকা বুঝে পেল তখন আপনি তার থেকে আপনার পাওনা টাকা নিয়ে নিতে পারবেন। এতে আপনার যাকাতও আদায় হয়ে যাবে এবং লোকটির পাওনাও পরিশোধ হয়ে যাবে।

Ñকিতাবুল আছল ২/১০৫; আলমাবসূত, সারাখসী ২/২০৩; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৯৬; আদ্দুররুল মুখতার ২/২৭০

Read more Question/Answer of this issue