Rabiul Akhir 1446 || October 2024

হুমাইরা - সিরাজগঞ্জ

৬৫৭৫. Question

আমি আমার নানুবাড়ি পিরোজপুর এসেছি। মুসাফির হিসেবে কসর পড়ছি। কিন্তু একদিন একাকী এশার নামায পড়ার সময় ভুলে চার রাকাত পড়ে ফেলি।

হুযুরের নিকট জানতে চাই, আমি যে সফরের হালতে এশার নামায চার রাকাত পড়েছি, এতে কি কোনো সমস্যা হয়েছে? আমার উক্ত নামায আদায় হয়েছে, নাকি কাযা করে নিতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ঐ দিনের এশার নামায আদায় হয়ে গেছে। ভুলে চার রাকাত আদায় করে ফেলায় নামায নষ্ট হয়নি।

তবে মুসাফিরের জন্য কসর করাই নিয়ম। ইচ্ছাকৃত পুরো নামায পড়া যাবে না।

Ñকিতাবুল আছল ১/২৩৫; আলমাবসূত, সারাখসী ১/২৩৯; আলমুজতাবা, যাহেদী ১/৩৯৫

Read more Question/Answer of this issue