Rabiul Akhir 1446 || October 2024

কবির চৌধুরি - উত্তরা, ঢাকা

৬৫৭৩. Question

আমার ছেলে ব্রেইন টিউমারে আক্রান্ত। তাকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে এক মাস আগে কোলকাতা নিয়ে যাই। পরিকল্পনা ছিল, দশ-বারো দিনের মধ্যে ডাক্তার দেখিয়ে ফিরে আসব। প্রথম দিন থেকেই যেহেতু পনেরো দিন অবস্থানের নিয়ত করিনি, তাই নামায কসর করে পড়তে থাকি। নির্দিষ্ট দিন শেষ হওয়ার পরও কিছু টেস্ট বাকি থাকায় ডাক্তার সাহেব আরো চার-পাঁচদিন থাকতে বলেন। অতঃপর টেস্টগুলো করিয়ে রেজাল্ট পেতে পেতে আরো ছয় দিন লেগে যায়। সব মিলিয়ে কোলকাতায় আমাদের আঠারো দিন থাকা হয়েছে। এ সময়গুলোতে যেহেতু একবারও পূর্ণ পনেরো দিন থাকার নিয়ত করিনি, তাই পুরো সফরেই নামায কসর করে পড়েছি।

জানার বিষয় হল, এসময়গুলোতে নামায কসর করে পড়া কি ঠিক হয়েছে? আমাকে কি এ নামাযগুলো কাযা করতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে নামায কসর পড়া ঠিক হয়েছে। পুনরায় তা পড়তে হবে না। কেননা, মুসাফির ব্যক্তির কোনো স্থানে মুকীম গণ্য হওয়ার জন্য পনেরো দিন অবস্থানের নিয়ত করা শর্ত। পনেরো দিন অবস্থানের নিয়ত না করে অল্প অল্প করে যদি পনেরো দিন বা এর বেশিও থাকা হয়ে যায়তবুও সে উক্ত স্থানে মুসাফির হিসেবেই থাকবে।

Ñআলমাবসূত, সারাখসী ১/২৩৭; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৩৪; আলহাবিল কুদসী ১/২২৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/৫২৫; আদ্দুররুল মুখতার ২/১২৬

Read more Question/Answer of this issue