Rabiul Awal 1446 || September 2024

রাকীবুল ইসলাম - শিবচর, মাদারীপুর

৬৫৬৬. Question

প্রতিবেশী এক হিন্দু ছেলে এক্সিডেন্টে মারা গেছে। তার এ মৃত্যুতে তার বাবাকে সমবেদনা জানানো যাবে? জানানো গেলে কী বলে জানাব? দয়া করে জানালে কৃতজ্ঞ হব।

Answer

অমুসলিমের মৃত্যুতে তার পরিবারকে সমবেদনা জানানো জায়েয আছে। আপনিও প্রতিবেশী হিন্দু ছেলেটির মৃত্যুতে তার শোকার্ত পিতাকে সমবেদনা জানাতে পারবেন। এক্ষেত্রে তাকে সান্ত্বনা দেবেন ও ধৈর্য ধারণের কথা বলবেন।

-মুসান্নাফে আবদুর রায্যাক, বর্ণনা ৯৯৪৭; শরহু মুখতাসারিত তাহাবী, ইসবীজাবী ৪/২২৪৯; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/১৭০; আলবাহরুর রায়েক ৮/২০৪ ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৪৮

Read more Question/Answer of this issue