Rabiul Awal 1446 || September 2024

মিযানুর রহমান - সিলেট

৬৫৬৪. Question

আমার এক বন্ধু আমেরিকা প্রবাসী। গত ২০১৭ সালে সে সেখানকার এক খ্রিস্টান মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে। এবং এই হারাম সম্পর্কের মাধ্যমে তাদের একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। আগে থেকেই আমার বন্ধু মেয়েটিকে ইসলামের দাওয়াত দিয়ে আসছিল। অবশেষে উক্ত সন্তান ভূমিষ্ঠ হওয়ার তিন মাস পর মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর আমার বন্ধু তাকে শরীয়তসম্মত পদ্ধতিতে বিবাহ করে নেয়। বিবাহের পর তাদের আরো দুটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে।

মুহতারামের কাছে জানার বিষয় হল, আমার বন্ধুর মৃত্যুর পর এই তিন মেয়ে কোন্ হারে তার থেকে সম্পদ পাবে? এর সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

 

Answer

প্রশ্নের বর্ণনা অনুযায়ী অবৈধ সম্পর্কের মাধ্যমে বিবাহের পূর্বেই যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছে, শরীয়তের দৃষ্টিতে সে আপনার বন্ধুর ওয়ারিশ নয়। তার থেকে সে মীরাসের কোনো অংশ পাবে না। অবশ্য এই মেয়েটি তার মায়ের সম্পদ থেকে মীরাসের অংশ পাবে। আর ঐ ব্যক্তির পরবর্তী দুই মেয়ে, যারা তার বৈধ সন্তান, তার থেকে তারা মীরাসের কতটুকু অংশ পাবেÑ এ মাসআলা ঐ ব্যক্তির ইন্তেকালের সময় তার ওয়ারিশ কে কে জীবিত থাকবেÑ সেই বিবরণের ওপর নির্ভরশীল। সুতরাং তার ইন্তেকালের পর ওয়ারিশগণ কে কতটুকু অংশ পাবেÑ সেটা তখনকার ওয়ারিশদের বিবরণ পেশ করে জেনে নিতে হবে।

-কিতাবুল আছল ৮/১০৬; আলমুহীতুর রাযাবী ৯/৭২২; আলমুহীতুল বুরহানী ২৩/৩৬৪; তাকমিলাতুল বাহরির রায়েক ৮/৫০৩; ফাতাওয়া হিন্দিয়া ৪/১২৭

Read more Question/Answer of this issue